স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে টিউবওয়েল চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছে চিহ্নিত চোর ও আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামি মানিক। পালিয়েছে তার ভাই ইমন।
জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক অনিক সাইফুলের মুন্সিগঞ্জ পশুহাটস্থ তেল পাম্পের পিছনে কমলা লেবু বাগানে থাকা টিউবওয়েল চুরি করতে যায় মুন্সিগঞ্জ বাজারের মৃত খলিলের ছেলে মানিক ও ইমন। টিউবয়েল চুরি করে অটো গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজন তাদেরকে হাতেনাতে আটক করে। এ সময় ইমন কৌশলে পালিয়ে যায়। ঘটনাটি আলমডাঙ্গা থানা পুলিশকে জানালে আলমডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নির্দেশে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের টু আইসি এএসআই বিপুল চিহ্নিত চোর মানিককে আটক করে। পুলিশ জানাই সে চুয়াডাঙ্গা আদালতের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে এলাকাবাসী জানান, মুন্সিগঞ্জ বাজারের মানিক ও ইমন দুই ভাই এলাকার চিহ্নিত চোর। দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-চামারি করে সাধারণ মানুষের অতিষ্ঠ করে আসছে। মুন্সিগঞ্জ ও আশপাশ এলাকার এমন কোন চুরির ঘটনা নেই যে তারা সেই চুরির সঙ্গে জড়িত থাকে না।