আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মাধবপুরে লাটাহাম্বারের ধাক্কায় ৬ বছরের শিশুকন্যা খাদিজার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নানা বাড়ি থেকে বের হয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুষ্টিয়া মিরপুর উপজেলার গ্রাম হালসার সৌদি প্রবাসী রবিউল হকের মেয়ে খাদিজা খাতুন (৬)। রবিউল ইসলাম বিদেশ যাওয়ার পর থেকে মায়ের সাথে খাদিজা মাধবপুর গ্রামে নানা জমির উদ্দিনের বাড়িতেই থাকে। মাঝে মাঝে পিতার বাড়িতে বেড়াতে যায়। গতকাল সকালে নানা বাড়ির পেছনে রাস্তার পাশে খোয়া ভাংগা মেশিনে খোয়া ভাঙছিলো। খাদিজা বাড়ি থেকে বের হয়ে দৌড়ে রাস্তা পার হতে যায়। এসময় চাচাতো নানা শহর আলীর লাটাহাম্বার যোগে গ্রামের মিল ধান ভানতে যাচ্ছিলেন আলী বক্স। খোয়া ভাঙগা মেশিনের শব্দে লাটাহাম্বারের শব্দ বুঝতে না পেরে দৌড়ে রাস্তা পার হতে যায় খাদিজা। দৌড়ে গিয়ে লাটাহাম্বারের পেচনে ধাক্কা খেয়ে পড়ে যায়। খাদিজাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা শেফা ক্লিনিকে নিলে ডা. আবু সালেহ ইমরান তাকে মৃত ঘোষণা করেন। পরে খাদিজার মৃতদেহ মাধবপুর নানা বাড়িতে নেয়া হয়। সেখান থেকে বেলা সাড়ে ১১টার দিকে পিতার বাড়ি গ্রাম হালসায় নেয়া হয়। বিকেল ৩টায় নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, লাটাহাম্বারের ধাক্কায় শিশুকন্যা খাদিজার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।