আলমডাঙ্গার ভাংবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য মমতাজের দাফন সম্পন্ন

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মোল্লার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল বেলা ৩টায় নামাজে জানাজা শেষে ভাংবাড়িয়া গ্রাম্য কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এর আগে বেলা ১১টায় ভাংবাড়িয়া গ্রামের মরহুম হায়দার আলী মোল্লার ছেলে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মোল্লা ইন্তেকাল করেন। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ ও বন্দুকের ফায়ারের মাধ্যমে হলি ফাইট প্রদান করা হয়। গার্ড অফ অনার অনুষ্ঠানে মরহুমের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা খোশদেল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা সৈয়ব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মোল্লা ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।