আলমডাঙ্গার বড়পুটিমারি গ্রামে জিকে ক্যানালের রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিপত্তি

মাটি খনন করার যন্ত্র এক্সকেভেটর উল্টে চালক মিরাজ নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাটি খনন করার যন্ত্র এক্সকেভেটর উল্টে চালক মিরাজুল ইসলাম মিরাজ (২৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা পুটিমারী খালের পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বারো মাইল চরপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল থেকে বড়পুটিমারি বড় ব্রিজের কাছে এক্সকেভেটর দিয়ে জিকে খালের এক পাশের রাস্তায় মাটি-ভরাটের কাজ করছিলো। বিকেল সাড়ে ৪টার দিকে বিকট শব্দ ও কালো ধোয়া দেখে স্থানীয় লোকজন এগিয়ে যায়। সেখানে এক্সকেভেটরের নিচে চাপা পড়ে এক্সকেভেটর চালক বাঁচার জন্য আকুতি জানাতে থাকে। স্থানীয় লোকজন চেষ্টা করেও তাকে এক্সকেভেটরের নিচ থেকে বের করতে পারিনি। ঘটনাস্থলেই তার করুন মৃত্যু হয়। পরে ট্রাক্টর দিয়ে টেনেও সম্ভব না হলে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের খবর দেয়া হয়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা অন্য একটি এস্কেভেটর দিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসার আল মামুন বলেন, একটি প্রকল্পের আওতায় জিকে ক্যানালের খাল খনন কাজ চলছিল। এ সময় মাটি খনন ভেকু মেশিন উল্টে চালক মিরাজুল ইসলাম মিরাজ ঘটনাস্থলাই মারা যান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মড়দেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছি। এ ব্যাপারে জানতে চাইলে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, বড়পুটিমারি গ্রাম এক্সকেভেটর এর নিচে চাপা পড়ে চালকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।