আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশনায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করলো আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের নেতৃত্বে স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এ দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করা হয়। এ বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে এখন এলাকাবাসী।
জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভাধীন বি-টিম মাঠপাড়ায় একই মালিকের জমির কিছু অংশ প্রবাসী জাফর ইকবাল লাড্ডু ক্রয় করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। একই মালিকের নিকট থেকে ওই সম্পত্তির অংশ বিশেষ ক্রয় করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন মাসুদ রানা। তাদের উভয়ের জমির সীমানা নির্ধারণ নিয়ে জাফর ইকবাল লাড্ডুর স্ত্রী রুবিনা পারভীন ও প্রতিবেশী মাসুদ রানার স্ত্রী নাজমুন নাহারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। দীর্ঘ কয়েক বছর ধরে এ বিরোধ চলে আসছিলো। প্রশাসন, পৌরসভা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বেশ কয়েকবার সালিস বৈঠক করেও তাদের বিরোধ মীমাংসা করতে ব্যর্থ হন। প্রতিনিয়ত তাদের ঝগড়া-মারামারি ও গালাগালিতে প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে ওঠেন। এরই এক পর্যায়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের প্রাজ্ঞ নির্দেশনায় গতকাল ২০ জুলাই সন্ধ্যায় তা সাফল্যের সাথে মীমাংসা করলো আলমডাঙ্গা থানা পুলিশ।
পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের আন্তরিক প্রচেষ্টায় এসআই শেখ রফিকুল ইসলাম বাদী-বিবাদীকে সালিস মীমাংসায় উপস্থিত করেন। সালিস মীমাংসায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সভাপতি হাসান কাদির গনু, সেক্রেটারি ইয়াকুব আলী মাস্টার, পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলার আলী আজগর সাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সালিসে দুই পরিবারের বিরোধীয় বিষয় শান্তিপূর্ণভাবে আপস মীমাংসা করা হয়।