আলমডাঙ্গার বাড়াদী ও জেহালায় বিএনপির ইফতার অনুষ্ঠানে শরীফ

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা রাজপথে আছি এবং থাকবো

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ও জেহালা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথকভাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের দাখিল মাদরাসা মাঠে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বকুল। অপরদিকে, বিকেল সাড়ে ৫টায় জেহালা ইউনিয়ন বিএনপির আয়োজনে মুন্সীগঞ্জ একাডেমি মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদুজ্জাহ মিল্টন। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। পতিত স্বৈরাচার সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছিলো। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবন্দি রেখে এবং সুচিকিৎসার সুযোগ না দিয়ে সরকার প্রমাণ করেছিলো, তারা গণতন্ত্র ও মানবাধিকারের শত্রু। আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’ শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিএনপি জনগণের দল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা রাজপথে আছি এবং থাকব।’ বাড়াদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শুকুর আলীর পরিচালনায় বাড়াদী ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা ছাত্রদলের সাহিত্য সম্পাদক মো. ইমরান হোসেন প্রমুখ। এদিকে, জেহালা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক ডাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম কনক, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা। এছাড়াও, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক সরাজ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লাহ কনক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রতন আলী, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন, ছাত্রনেতা মাহফুজ, সাকিন, রিয়াজ, রাজাবুল, জুনায়েদ এবং যুবনেতা রনি, সাঈদ, রাজু, লিমনসহ অনেকে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।