বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে
আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গার বধ্যভূমি পরিদর্শন ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শনিবার ১১টার দিকে বধ্যভূমি পরিদর্শন ও মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, মুক্তিযুদ্ধ এবং শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য এ বধ্যভূমি। এখানে আসলেই ভয়াল সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়। ট্রেন থামিয়ে মানুষ নামিয়ে কি নির্মমভাবে তাদের এখানে হত্যা করা হয়েছিল। আজ এতো বছর পরও তা ভুলে যাওয়া যায় না। তিনি বলেন, এই স্থানটিকে সংরক্ষণ জন্য কেউ এগিয়ে আসেনি। বরং এই জায়গাটি ধ্বংসের জন্য বিএনপি-জামায়াতের লোকজন চেষ্টা করেছে। এমপি ছেলুন জোয়ার্দ্দার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে। তাহলেই দেশের প্রতি মানুষের প্রতি দরদ আসবে। মানুষের কল্যাণে কাজ করা যাবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, যুগ্মসম্পাদক সাইফুর রহমান পিন্টু, জেলা পরিষদের সদস্য ও সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, মাহমুদুল হাসান চঞ্চল, তরিকুল ইসলাম, সোহানুর রহমান, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল রানা শাহিন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, যুগ্মসম্পাদক মিজানুর রহমান জমির, আওয়ামী লীগ নেতা ওলি মোল্লা, যুবলীগ নেতা আসাদুজ্জামান টুটুল, সৈকত, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্মসম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক তানিম, অর্থ সম্পাদক আলম হোসেন, ছাত্রলীগ নেতা রকি, টিটন, অটাল, টুটুল প্রমুখ।