চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পানিতে ডুবে দু শিশুর মৃত্যু

আলমডাঙ্গার তিয়রবিলায় পুকুরে ডুবে শিশুকন্যার মৃত্যু

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৬ বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তিয়রবিলা গ্রামের আব্দুল মোমিনের ৬ বছরের শিশুকন্যা ইরা খাতুন দাদির সাথে পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ইরা পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। পরে পানিতে  ভেসে ওঠা লাশ উদ্ধার করা হয়েছে। আকস্মিক এ মর্মান্তিক দুর্ঘটনায় শিশুকন্যার পিতা-মাতা শোকে পাগলপ্রায়। মৃত্যুর খবর নিকট আত্মীয় স্বজনদের কাছে পৌঁছুলে আহাজারিতে সেখানকার বাতাস ভারি হয়ে ওঠে।

মেহেরপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

মেহেরপুর অফিস: মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে মামুন (২৮) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর মরগান নদীতে ডুবে তার মৃত্যু হয়। মামুন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, এদিন দুপুরের দিকে মামুন শোলমারী ও রদ্রনগর এর মাঝামাঝি মরগান নদীতে মাছ ধরতে যান। কোনা এক সময় তিনি পানিতে পড়ে ডুবে মারা যান। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments (0)
Add Comment