স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন বিএনপির সমন্বর টিম বিলুপ্ত করা হয়েছে। ওয়ার্ড কমিটি করতে ব্যর্থ হওয়ায় এ কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে যৌথ প্রেসবিজ্ঞপ্তিতে গতকাল সোমবার রাতে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ। একই সাথে জেহালা ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠনে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সমন্বয় টিমকে দায়িত্ব দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলকে তৃণমূল পর্যায় থেকে সু-সংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন বিএনপির সমন্বয় টিম গঠন করা হয়েছে। প্রয়োজনীয় নির্দেশনার ভিত্তিতে গঠিত সমন্বয় টিম ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত রেখেছে। কিন্তু জেহালা ইউনিয়ন ভিত্তিক গঠিত ৯ সদস্য বিশিষ্ট সমন্বয় টিম ওয়ার্ড কমিটি গঠনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কমিটির গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনাবলী ‘চ’ এর ধারা অনুযায়ী ওয়ার্ড কমিটি করতে ব্যর্থ হওয়ায় জেলা ইউনিয়ন বিএনপির সমন্বয় টিম বিলুপ্ত করে কমিটি গঠন প্রক্রিয়া আলমডাঙ্গা উপজেলা বিএনপির সমন্বয় টিমকে দায়িত্ব দেয়া হলো। এ নির্দেশনা আজ ১ মার্চ থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।