স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার জাহাপুরে কুড়িয়ে পাওয়া কীটনাশকের বোতলে থাকা বিষপান করেছে দুই বছরের শিশু ইয়াসিন। তাকে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শিশু ইয়াসিন উপজেলার নাগদহ ইউনিয়নের জাহাপুর শেখপাড়ার শরিফুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা বলেন, বুধবার সকালে ঘুম থেকে ওঠে বাড়ির আঙিনায় খেলা খেলছিলো শিশু ইয়াসিন। কিছুক্ষণ পর আঙিনায় পড়ে থাকা একটি কীটনাশকের বোতল দেখতে পায়। বোতলে থাকা কীটনাশক পান করলেও তখনও আমরা কিছুই বুঝতে পারিনি। ঘন্টাখানেক পর শিশু ইয়াসিন অসুস্থ হয়ে পড়লে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, শিশু ইয়াসিনকে প্রাথমিক চিকিৎসা শেষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সে শঙ্কামুক্ত।