স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা দেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘মনোনয়ন যেই পাক না কেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ব্যক্তিস্বার্থ বা মতপার্থক্যের জায়গা নেই। আমাদের লক্ষ্য একটাই- গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা।’ শরীফুজ্জামান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করে বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য- জনগণের অধিকার ফিরিয়ে দেয়া, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। দলীয় নেতাকর্মীদের এখন থেকেই জনমানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে।’ তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘ক্ষমতা ভোগের বস্তু নয়, এটি মানুষের সেবা করার সুযোগ। স্বৈরাচারী সরকারের পতন হলেও ষড়যন্ত্র এখনো চলছে। আমাদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো চক্রান্ত প্রতিহত করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এ লড়াই আমাদের শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে।’ তিনি পতিত সরকারের সমালোচনা করে বলেন, ‘আমরা দেখেছি, দিনের ভোট রাতে হয়েছে, জনগণের অধিকার হরণ করা হয়েছে। এবার সেই সুযোগ আসবে না। জনগণ সঠিক প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধি হতে হবে দলের নীতিতে অবিচল ও জনগণের আস্থাভাজন।’ সামাজিক ন্যায়বিচার ও সমান অধিকারের প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে আমরা এমন এক দেশ গড়তে চাই, যেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবে না। প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে, প্রতিযোগিতায় ন্যায়ের ভিত্তিতে অংশ নিতে পারবে। এজন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ বক্তব্যের শেষ পর্যায়ে তিনি নেতা-কর্মীদের সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী, সিনিয়র সহ-সভাপতি কালাম, যুগ্ম-সম্পাদক টুটুল ও সাংগঠনিক সম্পাদক মোতিউর রহমান মতিয়ার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিন্টু, ইউনিয়ন পরিষদের কাউন্সিলর ও যুবদল নেতা মিরাজুল ইসলাম বেল্টু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম মাবুদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর কনক ও পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ দাউদ হোসেন।