মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, আমাদের সন্তানদের শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বিশ্বের দরবারে দেশের মান অক্ষুণœ রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে আমাদের পাশে ছিলো, আমাদের থাকতে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, যুদ্ধের অস্ত্র দিয়েছে, সব রকমের সহযোগিতা করেছে। যারা পাকিস্তানের দালালি করেছে, বাংলাদেশ চাইনি, তারা এখনো দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। বন্দুকের ভয় দেখিয়ে ক্ষমতায় এসে পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেই ক্ষান্ত হয়নি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করেছে। তাদেরকে শক্ত হাতে রুখে দিতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে। দেশরতœ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার পর বিশ্বের দরবারে বাংলাদেশকে রোল মডেল হিসেবে তুলে ধরেছে। দেশের উন্নয়ন হয়েছে। রাস্তা, কালভার্ট, ব্রিজ, স্কুল, মাদরাসা, মসজিদ, কলেজ, বিশ্ববিদ্যালয়, পারমাণবিক বিদ্যুত কেন্দ্র, ফ্লাইওভার ও পদ্মা সেতু নির্মাণ করে সারাবিশ্বে সাড়া জাগিয়েছে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় এটা বাংলাদেশের সমস্ত মানুষ এখন জানে। এছাড়া উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদ উজ্জামান লিটু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, নির্বাহী সদস্য নজরুল ইসলাম সোনা মিয়া, অত্র স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, নাগদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিপুল জোয়ার্দ্দার। আইলহাস ইউনিয়ন যুবলীগের সভাপতি লাটিমসহ নাগদাহ আইলহাস ও খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত স্কুলের সহকারী শিক্ষক বাবলু আক্তার।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বিশিষ্ট ভূগলবিদ আমানত উল্লাহের পৃথিবী কেন্দ্রীক বিশ্বতত্ত্বের মডেল পরিদর্শন করেন।