আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কেদারনগর গ্রামের জাহাঙ্গীরকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে কেদারনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ। জাহাঙ্গীর আলম (৩২) ওই গ্রামের লাল্টু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছে বলে জানায় পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম বাইরে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে। গতকাল শনিবার দুপুরে আলমডাঙ্গা থানার এসআই বিষ্ণুপদ হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে ২১পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।