আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুরের জুলহাসকে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কালিদাসপুরে কুষ্টিয়া বাসস্ট্যান্ড থেকে ইয়াবা বিক্রিকালে জুলহাসকে আটক করা হয়।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর গ্রামের দক্ষিণপাড়ার চান্দু আলীর ছেলে জুলহাস (৩২) দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। সে বাইরে থেকে ইয়াবা কিনে আলমডাঙ্গা শহর ও কালিদাসপুর এলাকায় বিক্রি করে। ২৮ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার ও এএসআই আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুলহাসকে আটক করে। আটকের পর তাকে তল্লাশি করে ১০ পিস ইয়ারা উদ্ধার করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আনা হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।