আলমডাঙ্গার আইলহাস-লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সরোজগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার উপজেলার আইলহাস-লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক তাইজাল হোসেন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন আইলহাস ইউপি চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বিশ^াস, আইলহাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, তেতুল শেখ কলেজের অধ্যক্ষ মারফুল হক, তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শহিদুল ইসলাম, ঘোলদাড়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, রাঙ্গিয়ারপোতা সরকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, হরিণাকু-ু উপজেলার কুলবাড়িয়া মাদরাসার সহ-সুপার তোজাম্মেল হক, হাজি আহম্মেদ আলী মালিতা, আইলহাস-লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহানারা খাতুন, মানোয়ার হোসেন, আব্দুল খালেক, নাজমা খাতুন, মানুউর রহমান, আবুল কালাম আজাদ, সোহেল রানা, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সহসভাপতি বকুল হোসেন প্রমুখ। প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।