আলমডাঙ্গা ব্যুরো: আলডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমীন আক্তার, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন আজগর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কাসেম মাস্টার, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউর রহমান বকুল, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওয়াল, ছাত্রপ্রতিনিধি মুসাব তৌহিদ, কামরুল হাসান কাজল, রাকিব মাহমুদ, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, মুদি ও মনোহারি সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মহবুব আলম, আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক সুরাইয়া জেসমিন, আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল মামুন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম কুমার পাল, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, উপজেলা সমাজসেবা অফিসার সালমা খাতুন, কলাকেন্দ্রের সাধারণ সম্পাদক রেবা রানী, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাসিনুর রহমান, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসার শিক্ষক সালেকুজ্জামান, উপজেলা সহকারী সমবায় পরিদর্শক সাহারুল ইসলাম প্রমুখ।