স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলার জেহালায় জমকালো আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ‘টি-২০’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের মুন্সিগঞ্জ একাডেমি মাঠের এই অনুষ্ঠান উৎসবে পরিণত হয়। জমকালো এ অনুষ্ঠানে সন্ধ্যায় আকর্ষণীয় এক চমক হয়ে এসেছিলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সাহিদুজ্জামান টরিক। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সাহিদুজ্জামান টরিক, স্থানীয় খেলাধুলার উন্নয়ন এবং যুব সমাজের বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে। তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতামূলক খেলা নয় বরং নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার একটি মাধ্যম।’ এর আগে বিকেল চারটায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের তালে জাতীয় এবং টুর্নামেন্টের পতাকা উত্তোলন করা হয়। পরে জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদুজ্জা মিল্টনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শরীফুজ্জামান শরীফের ছোট ছেলে তাহসিন আহমেদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির এই নেতা বলেন, ‘ভালো লাগছে যখন দেখছি আমার জেলা বদলাতে শুরু করেছে। একটি সময় ছিল, যখন অপরাজনীতির মাধ্যমে খেলার মাঠকেও ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। কিন্তু এখন সময় বদলেছে। আজকের আয়োজনটি আমাদের জেলার জন্য গর্বের বিষয়। দেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়েরা এখানে এসে অংশ নিচ্ছেন। এটি প্রমাণ করে, চুয়াডাঙ্গা একটি নতুন রূপে এগিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এই টুর্নামেন্ট আমাদের জেলার সঙ্গে অন্যান্য জেলার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করবে। আমরা একটি ঐক্যবদ্ধ, বৈষম্যহীন ও সম্প্রীতিময় সমাজ গড়ার স্বপ্ন দেখি। বিগত ১৬ বছরে শুধু লুটপাট হয়েছে। তবে আমরা আর তা হতে দেব না। এবার আমরা সবাই মিলে সুন্দর সম্প্রীতির বন্ধন গড়তে কাজ করব।’
খেলোয়াড়দের উদ্দেশ্যে শরীফুজ্জামান বলেন, ‘চুয়াডাঙ্গার মানুষ যে অতিথিপরায়ণ, তা আপনাদের ব্যবহারের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমরা চাই, এই চুয়াডাঙ্গাকে সম্প্রীতি এবং ঐক্যের নতুন রূপে রাঙাতে। খেলাধুলা সেই বন্ধনের মাধ্যম হয়ে উঠুক।’ টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এমন একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। এটি কেবল একটি খেলা নয়, এটি বন্ধন তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরণের আয়োজনে সবসময় আমার পূর্ণ সহযোগিতা এবং অংশগ্রহণ থাকবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম।
এছাড়াও অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, মুন্সিগঞ্জ ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক সুরেশ কুমার আগরওয়ালা, আবিদুজ্জা ক্যাবল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এহসানুল হক স্বরাজ।
জেহালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলার সঞ্চালনায় বিকেলে উদ্বোধন অনুষ্ঠানের পর প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়। এসময় আরও অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল আলম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধন অনুষ্ঠানের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের নিতে আতশবাজি ফোটানো হয়, যা এক উৎসবে পরিণত হয়।