আমি এমপি হলে চুয়াডাঙ্গা হবে উন্নয়নের রোল মডেল

আলমডাঙ্গার গোকুলখালী বাজারে পথসভায় দিলীপ কুমার 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের গোকুলখালী বাজারে ও কুলপালায় পথসভা ও ছাতা বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং নৌকা প্রতীকে চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী বাবু দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল শুক্রবার বিকেলে প্রথমে চিৎলা ইউনিয়নের গোকুলখালী বাজারে যুবলীগের আয়োজনে পথসভা ও ছাতা বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা রেজাউল হক। প্রধান অতিথির বক্তব্যে বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমি চুয়াডাঙ্গায় ভেসে আসিনি। আমার পরিবার বংশ পরম্পরায় ২৫০ বছর ধরে এ জেলায় বসবাস করছে। আর আমি গত ১০ বছর ধরে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি। এই মাটিতে আমার জন্ম, তাই এই মাটির প্রতি আমার দায়বদ্ধতা আছে। আর সেই দায়বদ্ধতা থেকেই চুয়াডাঙ্গাকে স্মার্ট জেলায় পরিণত করতে কাজ করে যাচ্ছি। যদি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দেন, তাহলে এই উন্নয়ন আরও জোরালো হবে। সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছেন, তাই আমি এমপি হলে দুর্নীতি করবো না। বরং এ চুয়াডাঙ্গা-১ আসনকে সারা দেশের মধ্যে উন্নয়নের রোল মডেলে পরিণত করবো। কারণ আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। এ সময় দিলীপ কুমার আগরওয়ালা যুবলীগের নেতাকর্মীদের প্রতি নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরে এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ছাতা বিতরণ করেন দিলীপ বাবু। এ সময় বিশিষ্ট ঠিকাদার ওয়ায়েচ কুরুনি টিটু, নিরঞ্জন কুমার আগরওয়ালা, পবিত্র কুমার আগরওয়ালা, হামিদুল ইসলাম মাস্টার, মজিবার রহমান, নাসির শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা ও সাংবাদিক সাইদুর রহমান। সবশেষে বাবু দিলীপ কুমার আগরওয়ালা নেতাকর্মীদের নিয়ে নৌকা প্রতীকের পক্ষে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গত সাড়ে ১৪ বছরের উন্নয়ন তুলে ধরতে পুরো বাজারে গণসংযোগ করেন।

এদিকে, সন্ধ্যার পরে চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামে কর্মীসভা করেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং নৌকা প্রতীকে চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী বাবু দিলীপ কুমার আগরওয়ালা। আলমগীর কবির শিপলুর পরিচালনায় ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাবু দিলীপ কুমার আগরওয়ালা। কর্মী সভায় প্রায় পাঁচশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে এখানে গেঞ্জি ও ছাতা বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment