চুয়াডাঙ্গায় গ্রাম পুলিশ সমাবেশে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, একেবারেই গ্রাম পর্যায়ে যে মানুষটি সকলকে পথ দেখায়, তথ্য দিয়ে সহায়তা করে, সকল পরিষেবাগুলো পৌঁছানোর ক্ষেত্রে সকল সরকারি দপ্তরকে সহযোগিতা করে, সেই ব্যক্তি হচ্ছে গ্রাম পুলিশ। অবশ্যই গর্ব করে বলতে হয় বাংলাদেশ পুলিশের অন্যতম সহায়ক শক্তি গ্রাম পুলিশ। আপনাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনারা গর্বের সহিত পরিচয় দিবেন আমি গ্রাম পুলিশ। সুশৃঙ্খল পোষাক সরকার আপনাদের দিয়েছে এটার মর্যাদা ধরে রাখতে হবে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে গ্রাম পুলিশের সমাবেশে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য দিয়ে ব্যাপক ভূমিকা রাখছে গ্রাম পুলিশ। তিন/চার মাস আগেও দশ জেলার মধ্যে চুয়াডাঙ্গা ছিলো সাত নম্বরে। গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গার অবস্থান এখন তিনে। তিনি আরও বলেন, আমি জেনেছি গ্রাম পুলিশের কিছু দাবি-দাওয়া আছে। এরমধ্যে তাদের বেতন বকেয়া থাকার বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। গ্রাম পুলিশের সন্তানদের সরকারিভাবে শিক্ষা সহায়তার (উপবৃত্তি) প্রয়োজন হলে অবশ্যই সহযোগিতা করা হবে। এছাড়া গ্রাম পুলিশের আইডি কার্ডের বিষয়টি আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রাম পুলিশ আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করছেন। শুধু আমাদেরই নয়, সকল দপ্তরে তারা সহযোগিতা করছেন। তাদের কিছু দাবি-দাওয়ার কথা শুনেছি। সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তুলে ধরবো। তিনি আরও বলেন, আমরা একটি সংঘবদ্ধ দল। আমরা প্রত্যেকেই ভালো কাজকে বিশ্বাস করি মনে প্রাণে। কিছুদিন আগে আমাদের এক পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মরতে প্রস্তুত রয়েছি। তবে দেশের তরে টেনেহিঁচড়ে ও আগুন দিয়ে পুড়িয়ে দেবে এমন নিশংসতার শিকার হতে চাইনা। অগ্নি সন্ত্রাস যারা করে তাদের কোনো ধর্ম নাই। নির্বাচনকে সামনে রেখে সবাইকে সতর্ক হবার আহ্বান জানান তিনি। এছাড়া আরও যারা বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, বিশেষ শাখার (ডিএসবি) ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, জেলার পাঁচ থানা পুলিশের পরিদর্শক (ওসি) সহ সংবাদকর্মীরা। সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও সুবিধা-অসুবিধার বিষয়ে উন্মুক্ত আলাপ আলোচনা করা হয়। এছাড়া গ্রাম পুলিশের সকল সদস্যকে টি-শার্ট ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।