আন্দুলবাড়িয়ায় সার বোঝাই পাওয়ার ট্রিলারের চাকায় পিষ্ট হয়ে কৃষক নিহত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া নিশ্চিন্তপুর গ্রামে সার বোঝাই পাওয়ার ট্রিলারের চাকায় পিষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩২) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে এ দুর্ঘটনার কবলে পড়ে মারা যান তিনি। নিহত আনোয়ার হোসেন নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গণি মন্ডলের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসীসূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের জামাল বিশ্বাসের ছেলে পাওয়ার ট্রিলার চালক জহির উদ্দিন গ্রাম থেকে গোবর সার বোঝাই করে সুই তলা মাঠে পেঁয়ারা বাগানের উদ্দেশে যাচ্ছিলেন। আনোয়ার হোসেন চলন্ত পাওয়ার ট্রিলারে উঠতে গেলে অসাবধানতা বশত: পা ফসকে পড়ে চাকার তলায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথিমধ্যে দামুড়হুদা এলাকায় পৌঁছুলে মারা যান তিনি। খবর পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নির্দেশে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই সোলায়মান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করেন। বাদ আছর নিহতের লাশ নিশ্চিন্তপুর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্তানে দাফন করা হয়। আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য শেখ মাফিজুর রহমান মাথাভাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Comments (0)
Add Comment