ভ্রাম্যমাণ প্রতিনিধি: আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আরিশা ইসলাম ইউনিয়ন পর্যায়ে ৮টি ইভেন্টে বিজয়ী হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুষ্ঠানে ডামোশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মোছাম্মৎ আরিশা ইসলাম ডরোথি বিভিন্ন বিষয়ে অংশ গ্রহণ করে। এরমধ্যে অভিনয়, উপস্থিত বক্তৃতা, অঙ্ক, দৌড়, ইংরেজি গণিত, সাধারণ জ্ঞানে প্রথম স্থান অধিকার অর্জন করে। গানে ও বাংলা কুইজে দ্বিতীয় স্থান অর্জন করে। সর্বমোট ৮টি ইভেন্টে বিজয় অর্জন করে। আরিশা ইসলাম ডামোশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাম্মৎ মুর্শিদা আক্তার রতœা ও আলমডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মোহাম্মদ আমিরুল ইসলাম জয়ের মেয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী অফিসার মো. হুমায়ুন কবীর, প্রধান শিক্ষক মোছাম্মৎ মেরাজুন্নেসা, আমিনুল ইসলাম ও অন্যান্য শিক্ষক বৃন্দ।