মেহেরপুর অফিস: মেহেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যদ্রব্যে মেয়াদ উত্তীর্ণের তারিখ সঠিকভাবে না লাগানোর অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে শহরের হোটেল বাজার এলাকার নিউ বোম্বে ব্রেড এন্ড কনফেকশনারী ও কুষ্টিয়া কুমারখালী দধি ভান্ডারের নিকট থেকে ২২ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ও মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে শহরের বিভিন্ন বেকারিতে অভিযান চালিয়ে ওই দুটি প্রতিষ্ঠানকে অর্থদ- করা হয়। মেহেরপুর শহরের হোটেল বাজার কুষ্টিয়া কুমারখালী দধি ভান্ডারের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২ হাজার টাকা এবং নিউ বোম্বে ব্রেড এন্ড কনফেকশনারীর ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্যদ্রব্যের প্যাকেটে সঠিকভাবে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২০ হাজার টাকা অর্থদ- করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।