শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এমপি আলী আজগার টগর
দর্শনা অফিস: ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ প্রতিবাদ্যকে বুকে ধারণ করে শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার ৫৫টি পূজা মন্দিরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করেছেন এমপি আলী আজগার টগর। গতকাল সোমবার বিকেলে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের আয়োজনে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময়সভায় সবকটি মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক, এমপি আলী আজগার টগর প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, দারিদ্র, ক্ষুধা, নিরক্ষর ও সাম্প্রদায়িক মুক্ত সোনার বাংলাদেশের। আজ বঙ্গবন্ধু আমাদের মধ্যে না থাকলেও তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন তার লালিত স্বপ্ন। আমরা এ দেশে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধসহ সকল ধর্মাবলম্বী ভাই-ভাই। এ সরকারের শাসনামলে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উৎসব পালন করে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সোহার্দপূর্ণ মনোভাব, আন্তরিকতা ও বন্ধুত্বের কোনো ঘাটতি নেই। ধর্মবর্ণ নির্বিশেষে দেশ যখন উন্নয়নে দূর্বার গতিতে এগিয়ে চলছে, ঠিক তখনি সাম্প্রদায়িকতার বিষপাষ্প্য ছড়িয়ে বিএনপি-জামায়াত অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় মেতেছে। তাই আসুন তাদের বিষ দাঁত ভেঙে দিয়ে সম্প্রতির বাধনে আবদ্ধ হয়ে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে কাধে কাধ মিলিয়ে শেখ হাসিনার উন্নয়নে শরিক হই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, জীবননগর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম। ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমের প্রাণবন্ত উপস্থাপনায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, আব্দুল কাদের প্রধান, আব্দুর রশিদ, আ.লীগ নেতা আবু সাঈদ খোকন, আলী আহমেদ সোনা, আবু জাফর, মোমিন মাস্টার, শাহিনুর হায়দার, আব্দুল হান্নান, তাহাজ্জত হোসেন, দামুড়হুদা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক অনন্ত সান্তারা মঙ্গল, জীবননগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় হালদার। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা বিল্লাল হোসেন, আজাদ, ফয়সাল, সুশান্ত, দিপেন ঘোষ, সুকুমার হালদার, সুজন হালদার, বিকাশ দাস, অসিম, ভোলানাথ, প্রদীপ প্রমুখ। এ সময় এমপি আলী আজগার টগরের অর্থায়নে প্রতিটি মন্দিরের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ ও নতুন পোষাক সামগ্রী তুলে দেয়া হয়েছে।