টিপ্পনী

আধমরা

বাদ দে রে ভাই ধান্দাবাজি
সেথায় সেথায় চান্দাবাজি
নেই ভালো নেই মন,
পেটের ভেতর খিদের আগুন
জ্বলছে সারাক্ষণ।

নিজের ঘরেই আকাল শুধু
পেটটা খিদেয় করছে ধু ধু
নেই ঘরে নুন চাল,
পারলে দেখে যাস বাবাধন
আমার কী যে হাল।

আমার কাছে নেই তো কিছু
ছাড়লি না তাও আমার পিছু
অভাবে হই শেষ,
এমনি আমি আধমরা ভাই
মারিসনে আর তেশ।

সূত্র:(ঝিনাইদহে রাস্তা আটকে চাঁদাবাজি, যুবক আটক)

Comments (0)
Add Comment