দর্শনা অফিস: বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন মানেই নেতাদের নেতা নির্ধারণ করা। ফলে বেশ বেগ পেতে হয় এ নির্বাচনে প্রার্থীদের। এবারের নির্বাচন ছিলো ফেডারেশনের ২৭তম। এ নির্বাচনে সে ধরণের অবস্থার সৃষ্টি হয়নি। সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ৮ম বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জ্বিল বাংলা সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দেশের ৬টি চিনিকল বন্ধ হওয়ায় এবারের নির্বাচনে ভোটার সংখ্যা কমেছে অনেক। যে কারণে এ নির্বাচনে অংশ নিতে পারবে ৯টি চিনিকলের মধ্যে কেরুজ, মোবারকগঞ্জ, ফরিদপুর, নর্থবেঙ্গল, নাটোর, রাজশাহী, জয়পুরহাট, জিল বাংলা, ঠাকুরগাও চিনিকল, ও রেইন উইক জঙ্গেস্বর। গতকাল ১৯ মে নির্বাচনের নির্ধারিত দিন থাকলেও ১৮ মে মোবারকগঞ্জ চিনিকলে সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে প্রথম দিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান সভাপতি মাসুদুর রহমান ও নর্থবেঙ্গল সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের নাম শোনা গেলেও শেষ অবধি ভোটের মাঠ ছাড়েন শহিদুল ইসলাম। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান। সাধারণ সম্পাদক প্রার্থী পদে রায়হানুল হক ও নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ ছিলেন আলোচনায়। অবশেষে নিজেকে গুটিয়ে নিয়ে ভোটের মাঠ ছেড়ে দেয়ায় রায়হানুল হকই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মোবারকগঞ্জ চিনিকলে ফেডারেশনের ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির কার্যকরি সভাপতি ফরিদপুর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল কুমার বসু, সহসভাপতি রাজশাহী সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আফাজ উদ্দিন, নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনসুর রহমান, মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক বিএসএফআইসির কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, সহসাধারণ সম্পাদক কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, ফরিদপুর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাস, রেইন উইক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক রেইন উইক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন, কের”জ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, আইন ও দর কষাকষি সম্পাদক মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, দপ্তর সম্পাদক রাজশাহী সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ রানা, অর্থসম্পাদক সদর দপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জিএম কবীর, প্রচার-প্রকাশনা সম্পাদক জ্বিল বাংলা সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি লিচু মিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক ঠাকুরগাও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এনায়েত আলী, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, কার্যকরি সদস্য খন্দকার শহিদুল ইসলাম, আহসান হাবীব ও আলী আক্তার। নবর্নিবাচিত সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক রায়হানুল হক সহ ফেডারেশনের নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন চিনিকলের শ্রমিক নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুনরায় নির্বাচিত সভাপতি মাসুদুর রহমান বলেন, ৩৬ বছর ধরে শ্রমিক অধিকার আদায়ে, নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করছি। শ্রমিক স্বার্থ আদায়ে কখনো পিছু হঁটিনি। শ্রমিক ভাই-বন্ধুদের যে ভালোবাসা দিয়েছি, তারা আবারো এ গুরু দায়িত্ব দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটালো। আমি যাতে নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করতে পারি সেজন্য শ্রমিক-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি।