মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার মোনাখালী ব্রিজ এলাকা থেকে বিদ্যাধরপুর গ্রামের দুলু বিহারীর ছেলে মাদক ব্যবসায়ী মাহাবুব (৪১) ও মোনাখালী গ্রামের আসমারুল ইসলামের ছেলে আসানুরকে (২৬) আটক করা হয়।
মুজিবনগর থানার এসআই আজম বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।