মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে রাশিদা হাসান ফাউন্ডেশন। ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ স্বাস্থ্য সেবা কর্মসূচীতে চিকিৎসা প্রদান করেন বিভিন্ন হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। দিনভর জেলার বিভিন্ন এলাকার ২ শতাধিক অসহায় দুস্থ রোগির বিনামুল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়।