চুয়াডাঙ্গার দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান
গাঁজাসহ তিনজন আটক : দুজনকে কারাদণ্ড
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটকের পর দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক অপরজনকে মাদকদ্রব্য আইনে মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়। গতকাল বুধবার দুপুরের পর দর্শনার দক্ষিণচাঁদপুর ও আকন্দবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৮০ গ্রাম গাঁজা। সাজাপ্রাপ্ত দুজন হলেন দর্শনা থানাধীন দক্ষিণচাঁদপুর গ্রামের টাওয়ারপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে সালাউদ্দিন কাজল (৪০) ও একই গ্রামের মল্লিকপাড়ার নূর ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৮)। আটককৃত অপরজন দর্শনা আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী রশিদা বেগম (৫২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে বেলা তিনটার দিকে দক্ষিণচাঁদপুর গ্রামের টাওয়ারপাড়ার সালাউদ্দিন কাজলকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮০ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- ও পাঁচশ টাকা অর্থদ- প্রদান করা হয়। পরে বিকেল ৪টার দিকে একই গ্রামের মল্লিকপাড়ার শহিদুল ইসলামকে ২০০ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাকেও ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদ- ও আড়াইহাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত দুটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ্জামান। পরে একই টিম অভিযান চালায় দর্শনা আকন্দবাড়িয়া ফার্মপাড়ার রবিউল ইসলামের বাড়িতে। রবিউল ইসলাম পালিয়ে গেলেও আটক করা হয় তার স্ত্রী রশিদা বেগমকে। উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা। গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ রশিদা বেগমকে দর্শনা থানায় সোপর্দ করা হয় এবং সাজাপ্রাপ্ত সালাউদ্দিন কাজল ও শহিদুল ইসলামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

 

Comments (0)
Add Comment