ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বজ্রপাতে নিশিত কুমার বাবু নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুুপুর ২ টার দিকে সদর উপজেলার পন্ডিপুর গ্রামে এ বজ্রপাতে তার মৃত্যু হয়। নিশিত কুমার বাবু ঝিনাইদহ সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের নিশিকান্ত বিশ্বাসের ছেলে ও নারিকেলবাড়িয়া আমেনা খাতুন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গ্রামবাসী ও স্বজনরা জানান, নিশিত কুমার দুপুরে মাঠে ধান লাগাচ্ছিলো। এ সময় প্রচন্ড জোরে একটি বজ্রপাতের সৃষ্টি হয়। বজ্রপাতটি তার শরীরের ওপর পড়ে। মাঠের কাজে ব্যস্ত অন্য কৃষকরা এগিয়ে এলে দেখতে পায় নিশিত মাটিতে লুটিয়ে পড়েছে। এ সময় তারা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান বলেন, হাসাপাতালে আনার আগেই নিশিত কুমারের মৃত্যু হয়েছে।