কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছির পশ্চিমপাড়ায় দেয়াল চাপা পড়ে বুলু খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বুলু খাতুন (৫৫) কুড়–লগাছির পশ্চিমপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী। স্থানীয়রা জানান, নিজবাড়ির ঘরের দেয়াল বছর খানেক আগে হেলে পড়ে। ঘরের পেছনের দেয়াল ফাটল ধরার কারণে ফেলে দেয়। কাঁচা ঘরের সামনের দেয়ালের সাথে ওপারে চালদিয়ে রান্না ঘর তৈরি করে। প্রতিদিনের ন্যায় গতকাল শুক্রবার সকালে রান্না করার জন্য যায় এবং রান্না ঘর পরিষ্কার করার সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। গকতালই দুপুর ২টার সময় জানাজা শেষে কুড়–লগাছি পশ্চিমপাড়া কবরস্থানে দাফন করা হয়।