মাদক নিরাময় কেন্দ্রে ভর্তির ২৬ দিন পর লাশ হলেন জীবননগরের যুবক
স্টাফ রিপোর্টার: যশোরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তির ২৬ দিন পর লাশ হয়ে বাড়ি ফিরলেন মাহফুজুর রহমান (২০) নামের এক যুবক। গতকাল শনিবার দুপরে মারা যাওয়ার পর তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেখে ফেলে পালিয়ে যান নিরাময় কেন্দ্রের লোকজন। মাহফুজুর রহমান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। গত ২৬ এপ্রিল তাকে যশোর শহরের চারখাম্বার মোড়ের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করেন স্বজনরা। যশোর কোতোয়ালি মডেল থানার এসআই শংকর কুমার বিশ্বাস বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে কে বা কারা মৃত মাহফুজুর রহমানের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে চলে যান। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিভিন্নস্থানে বার্তা পাঠায়। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে এসে মাহফুজুর রহমানকে শনাক্ত করেন। মাহফুজুর রহমানের ফুফু রাবেয়া বেগম সাংবাদিকদের বলেন, নেশাগ্রস্ত হওয়ায় তাকে পরিবারের পক্ষ থেকে গত ২৬ এপ্রিল যশোরের চারখাম্বা মোড়ের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেছেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।