মেহেরপুরে ১২ মোটর সাইকেল মালিকের বিরুদ্ধে মামলা

মেহেরপুর অফিস :  বৈধ কাগজপত্র না থাকায় মেহেরপুরে ১২ মোটর সাইকেল মালিকের বিরুদ্ধে মামলা সহ একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। সরকার ঘোষিত লকডাউন চলাকালে গতকাল শনিবার সকাল থেকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল ও চালকের বৈধ কাগজপত্র না থাকায় ওই ১২ টি মামলা দায়ের সহ একটি মোটর সাইকেল আটক করা হয়।

জানা গেছে, এদিন মেহেরপুর ট্রাফিক পুলিশের অভিযান পরিচালনা কালে চালকের হেলমেট না থাকার সহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একইসাথে গাড়ির রেজিস্ট্রেশন না থাকার কারণে ১২ টি গাড়ি মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আটক করা হয় ১ টি।

মেহেরপুর ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর কবীর জানান- চালকের হেলমেট না থাকা ও গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় মামলা দায়ের করা সহ মোটরসাইকেল আটক করা হয়েছে।

 

Comments (0)
Add Comment