বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার শেখপাড়ায় ইভটিজিংয়ের প্রতিরোধ করায় ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমাবার বিকেলে ছাত্র-ছাত্রীদের অনলাইনে উপবৃত্তির আবেদন করা হচ্ছিলো সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত মো. হাসিবুল মাস্টারের কম্পিউটারের দোকানে। এসময় ফরম পূরণে সহযোগিতা করছিলো রাসেল আহাম্মেদ। সেখানে মেয়েদের আবেদন করতে আসতে দেখে কিছু ছেলে তাদেরকে বিরক্ত করতে থাকে বিভিন্নভাবে। এতে রাসেল আহম্মেদ তাদের নিষেধ করায় বাগবিত-া শুরু হলে ইখলাচের ছেলে অনিক দোকানের সাটার বন্ধ করে দেয়। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানান কম্পিউটার দোকানের মালিক হাসিবুল মাস্টার। ঘাটনার দিন রাতে সামাজিকভাবে সালিস করে মীমাংসা করা হলেও বিষয়টি এখানেই ক্ষান্ত না। গতকাল মঙ্গলবার সকালে শেখপাড়া উত্তরপাড়ার ইকলাছের ছেলে অনিক (১৮), লাল্টুর ছেলে সোহাগ (২০) মজিবার রহমানের ছেলে রানা (২০), সাইদের ছেলে শিমুল (২৫), হবিলের ছেলে ফারুক (২৫), বজলুর ছেলে সাগর (২৫) মিলে রফিকুল মেম্বারের ছেলে রাসেল আহম্মেদের রড সিমেন্টের দোকানে ও রাসেলের উপর হামলা চালায়। এতে রাসেল ঘটনাস্থলে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হারদী হাসপাতালে নেন। এ বিষয়ে কম্পিউটার দোকানের মালিক হাসিবুল মাস্টার জানান, দোকানের সাটার বন্ধ করার মতো কাজটা তারা ভালো করেনি। এটা একটা দুঃখজনক ঘটনা। হারদী হাসপাতালের ডাক্তার জানান রাসেল এখন আশঙ্কাজনক অবস্থায় আছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানান রাসেলের বাবা রফিকুল মেম্বার।