মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর-ইসলামপাড়া জামে মসজিদ নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর নির্মাণ উদ্বোধন করেন। স্থানীয় মুসল্লি আলহাজ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন, সাবেক সদস্য আনোয়ার হোসেন, মো. আইয়ূব আলী, মিজানুর রহমান, ফারুক হোসেন, আলম হোসেন, মিলন শেখ, জমিদাতা মো. তৌহিদুল ইসলাম বাবলু প্রমুখ।
উল্লেখ্য, মেহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. তৌহিদুল ইসলাম বাবলু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার পরিবারের পক্ষ থেকে নির্মানাধীন শিবপুর-ইসলামপাড়া জামের মসজিদের জন্য সম্প্রতি ৪.১৬ (চার দশমিক ষোল) শতাংশ জমি কিনে দেন।