কোটচাঁদপুর প্রতিনিধি: মাদকদ্রব্য বিক্রি ও খাওয়ার অভিযোগে ৫জনকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। গতকাল শনিবার সকালে পুলিশ তাদেরকে আদালতে পাঠিয়েছে।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম অভিযান চালিয়ে ইমরান সিদ্দিকী নামের এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করে। এরপর তাকে নিয়ে অভিযানে নামে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী কোটচাঁদপুর পচা মিয়ার চালালের ভেতর থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ইমরান সিদ্দিকী কলেজস্ট্যান্ড পূবপাড়ার মোশারেফ হোসেনের ছেলে। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে শহরে পৃথক দুটি স্থান থেকে ৪জন আটক করেছে। এরা সবাই মাদকসেবী। যার মধ্যে রয়েছে কালীগঞ্জ মধুগঞ্জের মুসফিকুর রহমান ও আক্তারুজ্জামান। চৌগাছার সাকিল আহম্মেদ ও নাহিদ হাসান। কোটচাঁদপুর থানায় এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।