দামুড়হুদা অফিস: দামুড়হুদায় নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ইসহাক, দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বেনবেইজ আব্দুল কাদির, দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক ফাতেমা খাতুন, ব্র্যাক সামাজিক কর্মসূচির সংগঠক আব্দুল হাই, পল্লী সমাজের নারী নেত্রী রোজিনা বেগম প্রমুখ।