স্টাফ রিপোর্টার: আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে পৌর এলাকার বিভিন্ন স্থানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে পৌর এলাকার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাচনী মহল্লা কমিটির সাথে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রোসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মো. আলাউদ্দিন হেলা, অটোবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাজু মিয়াসহ নির্বাচনী মহল্লা কমিটির সকল সদস্যবৃন্দ।