দর্শনা অফিস: দর্শনা পৌর নির্বাচন আসন্ন। এ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় হঠাৎ করেই দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট’র নাম উঠে এসেছে। কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৌরবাসীর দোয়া চেয়ে পোস্ট দেয়া হলেও তা বাস্তবে রূপ দিলেন গতকাল শনিবার বিকেলে। দর্শনা কেরুজ বাজার মাঠ থেকে শতাধিক মোটরসাইকেলের শো-ডাউন বের করেন আ. হান্নান ছোট। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান মতি, সোলায়মান কবির, সহসম্পাদক আ. মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, সহসভাপতি মামুন শাহ, রাসেল রেজা দিপু, সাংগঠনিক সম্পাদক রহমান রওশন, যুবলীগ নেতা সোহেল আমান, বকুল, বাংলা, শাহীন, শহিদুল, মহিবুল, হিরোন, লাইজু, সোহেল সরদার, খায়রুল, কুরবান, খোরশেদ, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, সহসভাপতি আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম বাপ্পা, ছাত্রলীগ নেতা সুমন, রকি, আক্তার, ইমন, রাজ, শোভন, তুর্জ, অন্তর, মামুন, পাভেল প্রমুখ।