স্টাফ রিপোর্টার: জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিতরা। গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য জাফর আলী, নতিপোতা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইয়ামিন আলী ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। এ সময় নতিপোতা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, ২নং ওয়ার্ড সদস্য আক্তারুজ্জামান বাবুল, ৩নং ওয়ার্ড সদস্য আকতার শেখ, ৪নং ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান মতি, ৫নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ড সদস্য পিজির উদ্দীন, ৭নং ওয়ার্ড সদস্য শওকত আলী, ৮নং ওয়ার্ড সদস্য মফিজুর রহমান, ৯নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুর রহমান প্রমুখ। পরে বঙ্গবন্ধুসহ পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।