আলমডাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষ : সাংবাদিককে মারপিটের অভিযোগ

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ফুলবাগাদি ফুটবল মাঠে দু’পক্ষের সংঘর্ষে সাংবাদিককে মারপিটের অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে ফুলবগাদি সবুজ সংঘ ক্লাব একাদশ ও নিমতলা একাদশ সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকায় ট্রাইবেকারে এক গোলে ফুলগাবাদি সবুজ সংঘ ক্লাব একাদশকে পরাজিত করে নিমতলা একাদশ জয়লাভ করেছে। এসময় নিমতলা গ্রামের দর্শকদের সাথে ফুলগাবাদি সবুজ সংঘ ক্লাবের কমিটির সাথে কথা কাটাকাটি এক পর্যায় দু’পক্ষের সংঘর্ষ হয়। এসময় ইউটিউবার সানজু আহমেদ ছবি উঠায় ও ভিডিও ধারন করতে যায়। ফুলবগাদি সবুজ সংঘ ক্লাবের কমিটির সদস্য বিপ্লব হোসেন, মিঠুন হোসেন, হিরন আলী, সজিব হোসেন, সাব্বির রহমান, জনি আহম্মেদ, ফারুক হোসেন আরও কয়েকজন তাদের মারপিটসহ ক্যামেরা ভাঙচুর করে। এ বিষয়ে সানজু আহমেদ বাদী হয় আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম সাংবাদিক লাঞ্ছিতের ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক আর সাংবাদিকরা মহান পেশা পালন করার জন্য তারা সর্বোপরি চেষ্টা করেন। আর এভাবেই কিছু দুশ্চরিত্রদের হাতে মারপিট হচ্ছে দিনের পর দিন। যারা এই সাংবাদিকদের উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হোক।

Comments (0)
Add Comment