স্টাফ রিপোর্টার: আসন্ন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২১ উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী নির্বাচনের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি পদে অ্যাড. আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে এপিপি অ্যাড. তালিম হোসেনকে মনোনীত করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোল্লা আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাড. শফিকুল ইসলাম। সভায় আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মহ: শামসুজ্জোহা, আশরাফ আলী, সেলিম উদ্দিন খান, এসএম রফিউর রহমান, আবুল বাশার, আব্দুস সামাদ, সভাপতি প্রার্থী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী তালিম হোসেন বক্তব্য রাখেন।
সভায় ১৫টি অন্যান্য পদের বিষয়ে আলোচনা করা হয়। তবে, সহ-সভাপতির দুটি পদে তিনজন প্রার্থী হলেন, শাহজাহান আলী, মামুন আক্তার ও কাইজার হোসেন জোয়ার্দ্দার। যুগ্ম সম্পাদক দুটি পদে তিনজন প্রার্থী হলেন তসলিম উদ্দিন ফিরোজ, আসলাম উদ্দিন ও সুজাউদ্দিন। ৯টি সদস্য পদে প্রার্থী পরে চুড়ান্ত করা হবে। সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে দুটি করে নাম পরবর্তীতে চুড়ান্ত করা হবে।
প্রসঙ্গত : চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২১ এর নির্বাচনী তফশিল আগামী ১ নভেম্বর ঘোষণা করা হবে। আগামী ২৭ নভেম্বর শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে।