আসমানখালী প্রতিনিধি: আলমডঙ্গার শালিকার সেই চিহ্নত দেহ ব্যবসায়ী বিলকিসের বাড়ি থেকে বাড়ি তিনজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে তিনজনকে আটক করে স্থানীয়রা। আটককৃতরা হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিদিয়া গ্রামের আশাদুল হকের ছেলে সজিব হোসেন, একইপাড়ার হক সাহেবের ছেলে মোমিন হোসেন ও আশাদুল ইসলামের ছেলে রাসের আহমেদ। আটককৃত রাসেল আহমেদ বলেন, আমি এর আগেও এখানে এসেছি এবং এখানে আমার যোগাযোগ করে দেয় আমাদের গ্রামের এক বড় ভাই আলিহীম হোসেন, তবে আমি জানতাম না যে এখন এ গ্রামে এতো চাপাচাপি শুরু হয়েছে। আমি গত ৬ মস আগে এখানে এসেছিলাম তখন কোনো সমস্যা হয়নি। এখানে এসে তাদের গেটের সামনে থেকে কলিঙ বেল চাপদিলে ওই বাড়ির ভেতর থেকে মানুষ এসে আমাদের বাড়ি ভেতরে নিয়ে যায়। তিনজনকে ধরে উত্তম মধ্যম দিয়ে এবং এখানে আর কোনোদিন আসবে না এমন মুচলেকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।