স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের প্রভাতী স্কুল এলাকা থেকে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সেখানেই তাদের দুজনকে তিন মাস করে কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। সাজাপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা থানা কাউন্সিলপাড়ার বিল্লাল হোসেনের ছেলে রুবেল হোসেন (৩০) ও হাসপাতালপাড়ার মৃত মোজাম শেখের ছেলে জাহিদ হাসান পলাশ (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রভাতী স্কুল এলাকা থেকে দুই পিস ইয়াবাসহ আটক করা হয় রুবেল হোসেন ও জাহিদ হাসান পলাশকে। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুজনকে তিন মাস করে কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকালই তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানে সহযোগিতায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আকবর হোসেন।