মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের এক সন্তানের জনকের হাত ধরে উধাও হয়েছে প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে। এ ঘটনায় গত শুক্রবার গৃহবধূর পিতা মুমরাজ জোয়ার্দ্দার বাদি হয়ে মুজিবনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের প্রবাসী লাল্টুু পার্শ্ববর্তী পুরন্দরপুর গ্রামের মেয়ে ময়না খাতুনকে প্রায় ৬ বছর আগে বিয়ে করে। সংসার জীবনে তাদের ঘরে আসে এক পুত্র সন্তান। তার নাম হাবিব। তার বর্তমান বয়স ৭ বছর।
এদিকে গোপীনাথপুর গ্রামের এক সন্তানের জনক সুইট ওরফে মিলন একই গ্রামের প্রবাসী লাল্টুর স্ত্রী ময়না খাতুনের বাড়িতে যাতায়াতের সুবাদে ময়না খাতুনের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে এবং গত বুধবার রাতে স্বামী ও সন্তান ফেলে ৫/৬টি বিয়ের নায়ক এক সন্তানের জনক সুইট ওরফে মিলনের হাত ধরে উধাও হয়েছে। এ সময় ময়না খাতুন স্বামীর সংসার থেকে সাথে নিয়ে যায় একটি স্বর্ণের চেন, একজোড়া দুল ও নগদ দেড় লাখ টাকা।
এদিকে অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার গৃহবধূ ময়না খাতুনের পিতা মুমরাজ জোয়ার্দ্দার বাদি হয়ে মুজিবনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এদিকে জানতে চাইলে মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, আমি এ ব্যাপারে কোনো অভিযোগ এখনও পর্যন্ত পায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।