তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।এক প্রেস বিজ্ঞপ্তিত এ তথ্য জানিয়ে বলা হয়েছে, করোনাভাইরাস এর পাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে চুয়াডাঙ্গায় তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে গত ১ এপ্রিল থেকে খাদ্য সামগ্রী বিতরন শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত মোমিনপুর ইউনিয়নের আমিরপুর, চঁানপুর ও মাছের দাইড় গ্রামের কর্মহীন অসহায় পরিবারের ৫০ জনের বাড়িতে বাড়িতে গিয়ে চাউল, ডাউল, আলুু ও শুকনা খাবার পৌঁছে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, এবং ফাউন্ডেশনের অন্যান্য কর্মিগন।