মুজিবনগরে দরিদ্র ও কর্মহীন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মুজিবনগর প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। অনেক প্রতিবন্ধী ব্যক্তি অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। এরই প্রেক্ষিতে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ বিসনেস এন্ড ডিজএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)’র আর্থিক সহযোগিতায় মেহেরপুরের মুজিবনগর উপজেলায় গতকাল শনিবার সকালে ৪১টি দরিদ্র ও কর্মহীন প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের (১৬৪ জন ব্যক্তি) মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো পরিবার প্রতি ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ৫শ’ গ্রাম লবণ ও ২টি সাবান। ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন সংস্থাটির প্রতিনিধি মো. জসিম উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য মি. শংকর বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment