মহেরপুর বামনপাড়ার নিউ পপুলার বেকারিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান্
মেহেরপুর অফিস : মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, খাবারে নিষিদ্ধ উপকরণ মেশানো ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ অভিযানের নেতৃত্ব দেন।
সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মেহেরপুরের বামনপাড়ায় অবস্থিত মুক্তার আলীর মালিকানাধীন নিউ পপুলার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকা, খাবারে নিষিদ্ধ উপকরণ মেশানো ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০ দিনের জন্য বেকারিটি সিলগালা করে দেয়া হয়। তিনি আরো জানান, একই সাথে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি বেশ কিছু খাবার নষ্ট করা হয়। অভিযানে অন্যদের মধ্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।