১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনে মেহেরপুরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেলের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ জামান, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতিরিক্ত পিপি কাজী শহীদ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম, মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা রোজিনা খাতুন প্রমুখ।

Comments (0)
Add Comment