মেহেরপুর অফিস: মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় মেহেরপুরে ১৬ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সরকার ঘোষিত লকডাউন চলাকালে মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মেহেরপুর ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর কবীর জানান, গতকাল রোববার সকাল থেকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের অভিযান পরিচালনা করা হয়। এসময় চালকের হেলমেট না থাকাসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ১৬টি গাড়ি মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।