১৫ আগস্ট শোক র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করা হবে  

আলমডাঙ্গায় শোক দিবস পালনে প্রস্তুতিসভায় দিলীপ কুমার আগরওয়ালা

স্টার রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৫ আগস্ট শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা টকিজ সিনেমা হল চত্বরে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু তালেব, যুবলীগ নেতা রাজু, বেলগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, রহিদুল ইসলাম ইলা মেম্বার, জনি মেম্বার, কাউন্সিলর বাপ্পি, রবিউল ইসলাম, সাঈদ মেম্বার প্রমুখ। এছাড়া পুরো সভাটি তত্ত্বাবধান করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা আলমগীর কবির শিপলু। দিলীপ কুমার আগরওয়ালা তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সবাইকে হত্যা করা হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বাঙালি জাতির জীবনে এটি একটি কলঙ্কিত দিন। তাই শোক দিবস পালনের অর্থ বঙ্গবন্ধুর জন্য বেদনার অশ্রুপাত নয়। তিনি সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা সফল করে তুলতে পারলে তার প্রতি শ্রদ্ধা জানানো স্বার্থক হবে। দীর্ঘদিন পরে হলেও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এবার জাতির শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতিকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নেয়ার সাধনায় সবাইকে আত্মনিয়োগ করতে হবে। স্বাধীন দেশের মর্যাদা সমুন্নত করে তোলার জন্য বঙ্গবন্ধুর নির্দেশিত পথে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। তার মহান আদর্শকে প্রতিটি বাঙালির জীবন প্রতিফলিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত হয়ে দেশ ও জাতির কল্যাণে যদি সর্বশক্তি নিয়ে আত্মনিয়োগ করা যায় তাহলেই জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানো সার্থক হবে।  দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ১ আগস্ট থেকে আমরা নানা কর্মসূচি পালন করছি। তাই ১৫ আগস্টেও চুয়াডাঙ্গা-আলমডাঙ্গায় শোক র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করা হবে। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে আমরা শোক দিবস পালন করবো। তাই আসুন জাতীয় শোক দিবসকে শোক প্রকাশের দিন বলে বিবেচনা না করে অঙ্গীকারের দিন বলে বিবেচনা করে, সেই অঙ্গীকারে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কাজে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। প্রস্তুতি সভায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগসহযোগী সংগঠনের এবং আলমডাঙ্গা পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment